ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সূর্যও একদিন গিলে ফেলবে পৃথিবী: মহাবিশ্বে যা ঘটেছে, তা-ই ভবিষ্যতের বার্তা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১৫ ১২:৩৭:০৫
সূর্যও একদিন গিলে ফেলবে পৃথিবী: মহাবিশ্বে যা ঘটেছে, তা-ই ভবিষ্যতের বার্তা

নিজস্ব প্রতিবেদক: মহাকাশে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা—যা দেখে অবাক বিজ্ঞানীরাও। মিল্কিওয়ে গ্যালাক্সির একুইলা নক্ষত্রমণ্ডলে, পৃথিবী থেকে প্রায় ১২ হাজার আলোকবর্ষ দূরে, একটি নক্ষত্র ধীরে ধীরে গ্রাস করেছে নিজেরই কক্ষপথে ঘুরতে থাকা একটি বিশাল গ্রহকে।

এই মহাজাগতিক দৃশ্য প্রথম ধরা পড়ে ২০২০ সালের মে মাসে। বিজ্ঞানীরা দেখতে পান, একটি নক্ষত্র তার জীবনের শেষ অধ্যায়ে পৌঁছে "লাল দানব" বা Red Giant-এ রূপ নেয় এবং সে সময় তার নিকটবর্তী গ্যাসীয় গ্রহটিকে আস্তে আস্তে নিজের মধ্যে টেনে নেয়।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ধ্বংস হয়ে যাওয়া এই গ্রহটি ছিল “হট জুপিটার” ধরনের—একটি গ্যাসীয় দৈত্য, যা সূর্যের খুব কাছাকাছি কক্ষপথে ঘুরছিল। সময়ের সঙ্গে সঙ্গে নক্ষত্রের বিস্তার এবং মহাকর্ষীয় শক্তি এত বেড়ে যায় যে, এক সময় গ্রহটি টেনে নিয়ে যায় তার ভয়ঙ্কর উত্তপ্ত বুকে।

এই গ্রহ গ্রাসের মুহূর্তে নক্ষত্রটি বিপুল পরিমাণ আলো ও শক্তি ছড়িয়ে দেয়—প্রায় এক মহাজাগতিক বিস্ফোরণের মতো। হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিদ মরগান ম্যাকলুইড জানান, গিলে ফেলা গ্রহটি সম্ভবত বৃহস্পতির থেকেও কয়েক গুণ বড় ছিল।

এটিই প্রথমবার, যখন বিজ্ঞানীরা সরাসরি একটি নক্ষত্রকে নিজের গ্রহকে গ্রাস করতে দেখলেন।

এই দৃশ্য শুধু বিস্ময় নয়, আমাদের জন্য ভবিষ্যতের এক সতর্ক সংকেতও বটে। বিজ্ঞানীরা বলছেন, আজ থেকে প্রায় ৫ বিলিয়ন বছর পরে আমাদের সূর্যও লাল দানবে পরিণত হবে। তখন সেটি এতটা প্রসারিত হয়ে উঠবে যে, ধীরে ধীরে গ্রাস করে ফেলতে পারে বুধ, শুক্র—এমনকি পৃথিবীকেও।

এই বিরল ঘটনা বিশ্লেষণে বিশাল অবদান রেখেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এর উন্নত প্রযুক্তি বিজ্ঞানীদের চোখ খুলে দিয়েছে, দেখিয়েছে কীভাবে নক্ষত্র ও গ্রহের সম্পর্ক সময়ের সঙ্গে বদলায়, আর কোন পরিণতির দিকে ধাবিত হচ্ছে আমাদের সৌরজগৎ।

প্রতিবেদক: সাঞ্জিদা রহমান/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আজকের সোনা ও রূপার দাম; ২১ এপ্রিল

আজকের সোনা ও রূপার দাম; ২১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে সোনার বাজারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেলেও, ২০২৫ সালের ২১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক... বিস্তারিত

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত