ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আজহারীর সানগ্লাস বিতর্কে মুখ খুললেন পিনাকী: “বয়কট হোক তথ্যভিত্তিক, আবেগ নয়”

২০২৫ এপ্রিল ১৫ ২১:৫২:১৭
আজহারীর সানগ্লাস বিতর্কে মুখ খুললেন পিনাকী: “বয়কট হোক তথ্যভিত্তিক, আবেগ নয়”

নিজস্ব প্রতিবেদক: ‘মার্চ ফর গাজা’—ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ঢাকায় আয়োজিত এই জনসচেতনতা কর্মসূচিতে অংশ নেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। গরমের মাঝেও হাজারো মানুষের অংশগ্রহণে কর্মসূচি ছিল জমজমাট। তবে আলোচনার কেন্দ্রে এখন আজহারীর বক্তব্য নয়, বরং তার চোখের সানগ্লাস!

কর্মসূচির দিন আজহারীর চোখে থাকা একটি কালো রেবান সানগ্লাস ঘিরেই শুরু হয় সামাজিক মাধ্যমে বিতর্ক। আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লেখেন, “গাজার পক্ষে প্রতিবাদের আয়োজকদের চোখে রেবান সানগ্লাস দেখে ব্যথিত হয়েছি।” তার দাবি, রেবান-এর মূল মালিক প্রতিষ্ঠান লাক্সোটিকা ইসরায়েলে বিনিয়োগ করে, আর এ ধরনের ব্র্যান্ডকে অনেক সংগঠনই বর্জনের আহ্বান জানিয়ে আসছে।

এই মন্তব্যের প্রতিবাদে ভিডিও বার্তায় মুখ খোলেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, “আজহারী হুজুর একটা সানগ্লাস পরেছেন—তা দেখে এত হাহাকার কেন? এই চশমা যে ইসরায়েলি বিনিয়োগে তৈরি, সেটা তথ্য যাচাই করে বলছেন তো?”

পিনাকীর ব্যাখ্যায়, রেবান ব্র্যান্ডটি আমেরিকান প্রতিষ্ঠান Bausch & Lomb ১৯৩৭ সালে তৈরি করে, এবং ১৯৯৯ সালে এটি ইতালিয়ান কোম্পানি Luxottica Group-এর অধীনে যায়। তার ভাষায়, “রেবান বা লাক্সোটিকার সঙ্গে ইসরায়েলের সরাসরি বিনিয়োগ সম্পর্কের প্রমাণ মেলেনি। তাই যুক্তি ছাড়াই কাউকে ‘ইসরায়েলপন্থী’ বলাটা খুবই দুর্ভাগ্যজনক।”

তিনি আরও বলেন, “এই ব্র্যান্ড ব্যবহার করেছেন জিয়াউর রহমান থেকে শুরু করে জো বাইডেন পর্যন্ত। একটা সানগ্লাস দেখে মানুষের নিয়ত নির্ধারণ করা হাস্যকর।”

জুলকারনাইনের উদ্দেশে তিনি বলেন, “বয়কট হোক তথ্যভিত্তিক, কল্পনাবিলাসী নয়। যারা আজহারী বা আমাকে উদ্দেশ্যমূলকভাবে ট্রল করে, তারা মূলত ফিলিস্তিন নয়, নিজেদের এজেন্ডাকেই প্রতিষ্ঠা করতে চায়।”

এ বিষয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন, "প্রতিবাদের চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে—চশমা কে পরলো, কোন ব্র্যান্ডের!" আবার অনেকে বলছেন, ফিলিস্তিনের মতো একটি মানবিক ইস্যুকে ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার বানিয়ে ফেলাটা একধরনের দায়িত্বহীনতা।

–সাইফুল/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আজকের সোনা ও রূপার দাম; ২১ এপ্রিল

আজকের সোনা ও রূপার দাম; ২১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে সোনার বাজারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেলেও, ২০২৫ সালের ২১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক... বিস্তারিত

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত