ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১৬ ১১:১৫:২৯
বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন কৃষক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামের হাওরাঞ্চলে পৃথক বজ্রপাতের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—

- রসুলপুর গ্রামের নিজাম উদ্দিন (৩২), - কৃষ্ণপুর গ্রামের কবির মিয়া (৪৫), - এবং হায়াতপুরের রাখাল সরকার (৬৬)।

আহত হয়েছেন রসুলপুরের রানু মিয়া (৪৫), যিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খড় শুকাতে দিয়ে তা ঘরে তুলছিলেন নিজাম উদ্দিন। ঠিক সে সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পাশেই ছিলেন রানু মিয়া, তিনিও বজ্রাঘাতে আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

একই সময় কৃষ্ণপুর গ্রামের কৃষক কবির মিয়া ছিলেন হাওরে জমিতে। বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে হায়াতপুর গ্রামের রাখাল সরকার বিকেলে গরু আনতে হাওরে যান। দুর্যোগপূর্ণ আকাশের মধ্যে আকস্মিক বজ্রপাতেই তার জীবন শেষ হয়ে যায় ঘটনাস্থলেই।

বজ্রপাতের এই ভয়াবহ ঘটনায় তিনটি গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারগুলো হারিয়েছে তাদের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে।

খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন জানিয়েছেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক ও উদ্বেগ। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকেরা এমন দুর্যোগের মুখে চরম ঝুঁকিতে রয়েছেন।

— সোহাগ/

ট্যাগ: বজ্রপাত

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আজকের সোনা ও রূপার দাম; ২১ এপ্রিল

আজকের সোনা ও রূপার দাম; ২১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে সোনার বাজারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেলেও, ২০২৫ সালের ২১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক... বিস্তারিত

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত