ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে আ.লীগের আরও ৩ নেতা গ্রে*ফ*তা*র

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২১ ১২:৫৬:০২
রাজবাড়ীতে আ.লীগের আরও ৩ নেতা গ্রে*ফ*তা*র

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের বড় বড় তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার বরাট এবং পাঁচুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন এবং পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা।

আসজাদ হোসেন আরজু এ মামলায় এজাহারভুক্ত ১২০ নম্বর আসামি। আর শেখ ফরিদ উদ্দিন এবং নুরুল ইসলাম মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীরা ন্যায্য অধিকার ও সমঅধিকার দাবিতে আন্দোলনে নেমেছিলেন, যা সহিংসতায় রূপ নেয়। রাজীব মোল্লা নামের এক শিক্ষার্থীকে হামলার ঘটনায় মামলা দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ও সন্দেহভাজনদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক উত্তেজনা বাড়ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে