ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

টান টান উত্তেজনায় শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংসের খেলা, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২১ ১৩:৩০:০৩
টান টান উত্তেজনায় শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংসের খেলা, দেখেনিন ফলাফল

৭৬ রানে ৭ উইকেট পড়ার পর তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন নাঈম। কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশ ১০০ পার করার পর আউট হয়ে ফিরেছেন তিনি। ১০২ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ। নাঈম আউট হয়েছেন ৮ রানে। রাবাদার বলে মুল্ডারকে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরার আগে নবম উইকেটে তাইজুলের সঙ্গে ২৬ রানের জুটি গড়েছেন নাঈম। বাংলাদেশের ইনিংসে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রানের জুটি। তারপর আর বেশি ক্রিজে থাকতে পারেন নাই হাসান মাহমুদ। অলআউট হয়ে যায় মাত্র ১০৬ রানে।

বাংলাদেশ এই ম্যাচে মাত্র এক পেসার নিয়ে খেলছে। তাসকিন ও নাহিদ রানা একাদশের বাইরে রয়েছেন। একমাত্র পেসার হিসেবে খেলছেন হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে দলে আছেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, এবং তাইজুল ইসলাম। এছাড়া ইনজুরি কাটিয়ে মাহমুদুল হাসান জয়ও দলে ফিরেছেন।

বাংলাদেশ ১ম ইনিংসঃ ১০৬/১০ ওভারঃ ৪০.১ (জয় ৩০, সাদমান ০, মমিনুল ৪, শান্ত ৭, মুশফিক ১১, লিটন ১, মিরাজ ১৩, জাকের ২, নাইম ৮, তাইজুল ১৬, হাসান ৪*)

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে