ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন: ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উঠলো আলোচনার ঝড়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২১ ১৫:১৮:৪৯
শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন: ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উঠলো আলোচনার ঝড়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, এবং এ প্রক্রিয়ায় তার পদত্যাগপত্রের কোনো ভূমিকা ছিল না। দিলে কোন সমস্যা ছিলো না আর না দিলেও কোন ধরনের সমস্যা ছিল না। সোমবার (২১ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন।

তিনি লেখেন, "শেখ হাসিনাকে সরানো হয়েছে; জনগণ এক অবৈধ সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে তার পদত্যাগপত্রের কোনো ভূমিকা ছিল না।"

এ ব্যাপারে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আলোচনা করেন। রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে এ বিষয়ে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।

গতকাল রোববার এই কথোপকথন পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’-এ প্রকাশিত হওয়ার পর, শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়। আলোচনা হলেও তিনি পদত্যাগ করেছেন এটাই বড় কথা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে