ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

যে কীর্তিতে বিশ্বক্রিকেটে এখন পর্যন্ত মিরাজ একমাত্র ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২৩ ১৭:৪৮:৪৩
যে কীর্তিতে বিশ্বক্রিকেটে এখন পর্যন্ত মিরাজ একমাত্র ক্রিকেটার

যে কীর্তিতে বিশ্বক্রিকেটে এখন পর্যন্ত মিরাজ একমাত্র ক্রিকেটার। চলমান টেস্ট চক্রে ৫০০ রানের পাশাপাশি ৩০ এর বেশি উইকেট পেয়েছেন।

২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সর্বনিম্ন ৫০০ রান ও ৩০ উইকেট পাওয়ার কীর্তি ছিল তিনজনের। সেই তালিকায় এবার মিরাজও যুক্ত হলেন। ২০১৯-২১ চক্রে ১৩৩৪ রানের পাশাপাশি ৩৪ উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০২১-২৩ চক্রে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের একই চক্রে একই কীর্তি গড়েন স্টোকসও। জাদেজার পর তিনি ৯৭১ রানের পাশাপাশি নেন ৩০ উইকেট। এবার মিরাজ চলমান চক্রে যুক্ত হলেন ৫১২ রান এবং ৩৪ নেওয়ার উইকেট নিয়ে।

স্বাভাবিকভাবেই চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক এবং উইকেটশিকারি মিরাজ।

শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সারাদেশে বিরুপ আবহাওয়া বিরাজ করছে। তার হাত থেকে রেহাই পায়নি মিরপুর ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও আকাশ অনেক ভারী। দিনের খেলা বৃষ্টির কারণে মাঝেমধ্যে বন্ধ থাকলেও, ব্যাট হাতে লড়াই চালিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। সপ্তম উইকেটে তারা গড়েছেন ১৩৮ রানের রেকর্ড জুটি, যা বাংলাদেশের ইনিংস হারের শঙ্কা কমিয়ে দিয়েছে এবং শত রানের লিডের দিকে এগিয়ে যাচ্ছে দল।

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান, লিড ৮১ রানের। মিরাজ ৮৭* রানে অপরাজিত আছেন, সঙ্গী নাইম হাসান ১৬*। খেলা শেষ হওয়ার আগে মাত্র ৫ ওভার বল করা হয়েছে, আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়। আগামিকাল সময়ের আগেই খেলা শুরু হবার কথা আছে কিন্তু তা আর হবে কিনা সেটাই বলার অপেক্ষা। কারণ বৃষ্টির আশাঙ্কা রয়েছে।

এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ২০২ রান করতে হতো ইনিংস হার এড়াতে। কিন্তু দ্রুত ৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে মিরাজ ও জাকেরের প্রতিরোধে দল ভালোভাবেই ফিরেছে।

ম্যাচের তৃতীয় দিনের শুরুটা ছিল অনেক দুঃস্বপ্নের। মাত্র ১২ রানেই ৩টি উইকেট হারায় বাংলাদেশ। মুশফিক ও মাহমুদুল হাসান জয় দ্রুত ফিরে যান, এরপর লিটন দাসও ব্যর্থ হন। কিন্তু মিরাজ ও জাকের ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে প্রোটিয়াদের চাপে ফেলে দেন। দুজনই ফিফটি করেন এবং মিরাজ সেঞ্চুরির পথে রয়েছেন। বাংলাদেশের লিড কতদূর গড়াবে, সেটি নির্ভর করছে মিরাজের ওপর। মিরাজ যদি ভালো করতে পারে তাহলে লিড কিছুটা বেশি হতে পারে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ৮৫ ওভারে ২৮৩/৭

বাংলাদেশের ৮৭ রানের লিড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে