ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

তামিমের এক পরামর্শই কেশব মহারাজকে এগিয়ে দিয়েছে, এগিয়ে দিয়েছে দঃ আফ্রিকাকে

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২৩ ২১:৫৮:২৯
তামিমের এক পরামর্শই কেশব মহারাজকে এগিয়ে দিয়েছে, এগিয়ে দিয়েছে দঃ আফ্রিকাকে

বাংলাদেশে এসেই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ বাংলাদেশের উইকেট সম্পর্কে ধারণা নিতে তামিম ইকবালের দ্বারস্থ হয়েছিলেন। তামিমের সঙ্গে মহারাজের বন্ধুত্ব গড়ে ওঠে সবশেষ বিপিএলে, যেখানে তারা ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন। মিরপুরের উইকেট ভালোভাবে চেনা তামিম, তাই উইকেটের চরিত্র এবং কৌশল নিয়ে পরামর্শ নিতে এই অভিজ্ঞ বাংলাদেশি ব্যাটারের কাছে গিয়েছিলেন মহারাজ।

আজ (বুধবার) টেস্টের ৩য় দিনশেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কেশব মহারাজ বলেন, ‘হ্যাঁ, আমি তামিম ভাইকে একটা মেসেজ করেছিলাম। আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, বিপিএলেও একই দলে খেলেছি। আমি তার কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছি কন্ডিশন ও এখানকার অবস্থা নিয়ে। তিনি আমাকে কিছু ধারণা দিয়েছেন উইকেট কেমন হতে পারে; ওগুলো ভুল ছিল না। উইকেট তিনি একশ ভাগ ঠিক পড়েছেন।’

২য় ইনিংসে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও এখনই স্বস্তিতে থাকতে পারছেন না। মেহেদী মিরাজ ও জাকের আলি অনিক মিলে ১৩৮ রানের জুটি গড়েন। যার প্রশংসা করে মহারাজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ আজকে ভালো করেছে। কন্ডিশন একটু ভালো হয়েছে, বল পুরোনো হওয়ার পর। কিন্তু আমার মনে হয় এখনও আমরা এগিয়ে আছি। বাংলাদেশ এখন লিডে আছে। আমরাও তিন উইকেট দূরে আছি।’

ম্যাচের তৃতীয় দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে। বর্তমানে স্বাগতিকদের লিড ৮১ রান। জয় পেতে হলে চতুর্থ দিন লক্ষ্যটা যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে মেহেদী হাসান মিরাজদের। একইভাবে বাংলাদেশকে যত দ্রুত গুটিয়ে দিতে চান মহারাজ, ‘আমাদের যতটা কম রানে সম্ভব তাদেরকে আটকে দিতে হবে। কিন্তু আমি এখনও মনে করি, আমরা ঘুরে দাঁড়াবো। আমরা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যা করেছি, সেটা মাথায় রেখে বলছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে