ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ী করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২৪ ১২:৪০:০৩
ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ী করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। আক্রমণাত্মক মনোভাব নিয়ে শুরু থেকেই ব্যাটিং করেছেন দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। ৪২ রানের সেই উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলটি ভালো লেংথে করেছিলেন তাইজুল। অফ স্টাম্পের বাইরে পড়ে বেশ খানিকটা টার্ন করে মার্করামের স্টাম্প উপড়ে দেয় বল। সাজঘরে ফেরার আগে ২৭ বলে ২০ রান করেছেন মার্করাম।

আরেক ওপেনার জর্জিকেও ফিরিয়েছেন তাইজুল। দুর্দান্ত ব্যাটিং করা এই তরুণ থেমেছেন ৪১ রানে। এরপর ডেভিড বেডিংহামও তাইজুলের ঘূর্নিতেই আটকে গেছেন। লিটনের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১২ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ দিনের শুরুতেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ দল, বেশিক্ষণ তারা ক্রিজে টিকে থাকতে পারে নাই। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ৯৭ রানের ইনিংসের পরও সেঞ্চুরির কাছে এসে তা পূর্ণ করতে পারেননি তিনি। ২৬ মিনিটের মধ্যেই শেষ ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ৩০৭ রানে শেষ করে। মিরাজের অনবদ্য লড়াই বাংলাদেশের স্কোরকে সম্মানজনক অবস্থানে নিয়ে গেলেও সেঞ্চুরি মিস করা তাকে হতাশ করবে। কাগিসো রাবাদা ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। সাকিবের জায়গা যে মিরাজ দখল করে নিয়েছে তা আর বলার বাকি নাই।

ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন যে, আমাদের টপ অর্ডার ব্যাটারদের খারাপ পারফরম্যানসের কারণে আমরা ভালো কিছু করতে পারি নাই। শুধু তাই নয় মিডল অর্ডারেও একই অবস্থা। ম্যাচ হারের কারণ হিসেবে আমি মনে করি যে ব্যাটিং খারাপ টাই অনেকাংশে দায়ী।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাকের ফিফটি ও মিরাজের ৯৭ রানের সুবাদে ৩০৭ রান করে বাংলাদেশ। ফলে জয়ের দক্ষিণ আফ্রিকার প্রয়োজন পড়ে ১০৬ রানের। জবাবে ব্যাট করতে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় সফরকারীরা। ৭ উইকেটের বিশাল জয় নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে