ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আগামিকাল ১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, সাজিয়েছে শক্তিশালী একাদশ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২৮ ২৩:৪১:১৫
আগামিকাল ১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, সাজিয়েছে শক্তিশালী একাদশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে চট্টগ্রাম টেস্টে জয় ভিন্ন কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর সে জন্যই আগামিকাল ১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, সাজিয়েছে শক্তিশালী একাদশ। ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎ চোট পান জাকের আলী অনিক। তার জায়গায় আসেন মাহিদুল ইসলাম অঙ্কন। মিরপুরে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের সামনে। সব কিছু ঠিক থাকলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

মান বাঁচানোর ম্যাচে বিসিবি আগেভাগেই একাদশ ঘোষণা করেছিল। তবে ম্যাচের আগের দিন আজ স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে টাইগারদের। চোটের কারণে খেলতে পারছেন না উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক, তার পরিবর্তে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা অঙ্কনকে এবার দেখা যেতে পারে বাংলাদেশের সেরা একাদশে।

জাকের আলীর চোটের কারণে একাদশে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। যদিও ঢাকা টেস্টে এক পেসার নিয়ে খেলছিল বাংলাদেশ। সেক্ষেত্রে চট্টগ্রামে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে দুই পেসারকে, যা বোলিং আক্রমণে নতুন সমন্বয় আনতে পারে।

২য় টেস্টের একাদশ নিয়ে সংবাদ সম্মেলন করেন তাইজুল ইসলাম। তিনি বলেন, 'এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, ক্যাপ্টেনের দলের পরিকল্পনা থাকে। এখনও জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।'

বাংলাদেশের একাদশ (সম্ভাব্য):

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে