ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

প্রথম বাংলাদেশী হিসেবে চমক দেখিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তাইজুল ইসলাম

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ৩০ ১৩:৪৫:৩৪
প্রথম বাংলাদেশী হিসেবে চমক দেখিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তাইজুল ইসলাম

২য় টেস্টে খেলা চলছে। আর এরই মধ্যে প্রথম বাংলাদেশী হিসেবে চমক দেখিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। কারণ এই প্রথম কোন বাংলাদেশেী ১৪তম ৫ উইকেট পেলেন। যা আর কোন দেশীয় ক্রিকেটার এ কীর্তি গড়তে পারে নাই। আগের দিনের মতো এদিনও বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটশিকারী তাইজুল ইসলাম। পূরণ করেছেন ফাইফার। মিরপুর টেস্টের পর চট্টগ্রামেও পেলেন ৫ উইকেট।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮১ ওভার। তাতে ২ উইকেটে ৩০৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি পেয়েছেন ডি জর্জি ও স্টাবস। দুজনের ক্যারিয়ারেই প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।

ডি জর্জি–স্টাবসের ২০১ রানের জুটিতেই মূলত বড় সংগ্রহের পথে আছে প্রোটিয়ারা। স্টাবস আউট হলেও ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ডি জর্জি। বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম।

ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট ফিফটি পেলেন স্টাবস। ফিফটি এসেছে ১০৭ বলে। দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ২০৩। ডি জর্জির সঙ্গে তাঁর জুটি থেকে এসেছে এখন পর্যন্ত ১০৬ রান। আর এ দিকে ব্যাক্তিগত শতক পুরন করলেন টনি ডি জরি। ১৪৯ বলে খেলে ১০০ রান পুরন করেন।

এর আগে আজ ‘ডু অর ডাই’ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্রগ্রাম টেস্ট ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ জবাবে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দঃ আফ্রিকা। একাদশে লিটন দাস খেলবেন না তার জায়গায় খেলবেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাকের আলী অনিকের জায়গায় নেয়া হয়েছে অতিরিক্ত আরও একজন পেস বোলার। নাহিদ রানা খেলবেন একাদশে। বাংলাদেশের জন্য এটি সিরিজে টিকে থাকার বাঁচা-মরার ম্যাচ, মিরপুর টেস্ট হারের পর স্বাগতিকদের কাছে আর জয় ছাড়া বিকল্প কিছু নেই।

সিরিজে টিকে থাকার বাঁচা মরার ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। লিটন কুমার দাস খেলবেন না। কারণ তার অতিরিক্ত জ্বরের কারণে খেলতে পারবেনা। তার পরিবর্তে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। পেস আক্রমণে যুক্ত হয়েছেন নাহিদ রানা, যিনি হাসান মাহমুদের সঙ্গে জুটি গড়বেন। একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক, লিটন দাস এবং নাইম হাসান। তাদের স্থানে একাদশে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান এবং নাহিদ রানা।

শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ আফ্রিকা দলেও এসেছে পরিবর্তন। তারা একাদশে অন্তর্ভুক্ত করেছে সেনুরান মাথুসামি এবং ডেইন পিটারসনকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে