ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

চরমভাবে শেষ হলো বাংলাদেশ-দঃ আফ্রিকা ২য় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ৩০ ১৭:৪৩:৩৬
চরমভাবে শেষ হলো বাংলাদেশ-দঃ আফ্রিকা ২য় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা, দেখেনিন ফলাফল

চট্রগ্রাম টেস্ট ম্যাচের ২য় দিনের খেলা আলোক স্বল্পতার কারণে আজ অন্তত ১৭ ওভার কম খেলা হয়েছে। সেই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। অর্থাৎ, সকাল ৯টা ৪৫ মিনিটে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ৫৭৫ রান সংগ্রহ করে। সেই রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন(৪*) ও মুমিনুল হক(৬*)।

প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৫৩৭ রানে। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনজন—ডি জর্জি, স্টাবস ও মুল্ডার। তাইজুল নিয়েছেন ৫ উইকেট। এটি তার ১৪তম ফাইফার।

সংক্ষিপ্ত স্কোরঃ

দঃ আফ্রিকা ১ম ইনিংসঃ ৫৭৫/৬ ডিঃ (ওভারঃ ১১০) (মার্করাম ৩৩, টনি ১৭৭, ট্রিসটান ১০৬, ডেভিড ৫৯, রায়ান ১২ কাইল ০, মুলডার ১০৩* সেনুরান ৬৮*)

বোলারঃ----হাসান মাহমুদ--১৬-৫৪-০, নাহিদ রানা--১৬-৪৭-১, তাইজুল ইসলাম--৪৩-১৫২-৫, মিরাজ--৩১-১৩৪-০, মমিনুল--৪-১৫-০

বাংলাদেশ ১ম ইনিংসঃ ৩৮/৪ ওভারঃ ৯ (সাদমান ০, জয় ১০, জাকির ২, হাসান ৩, শান্ত ৪* মমিনুল ৬*) বাংলাদেশ ৫৩৭ রানে এখনো পিছিয়ে আছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে