ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পিনাকীর ভোট জরিপে বিপুল ভাবে এগিয়ে এক দল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ৩১ ১৬:২৭:০৬
পিনাকীর ভোট জরিপে বিপুল ভাবে এগিয়ে এক দল

লেখক ও স্যোশাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য দেশের জনপ্রিয় সোসাল প্লাটফর্ম ইউটিউবে এক ভোট জরিপ চালিয়েছেন। সেখানে লেখা ছিল যে ভোট হলে আপনি কাকে ভোট দিবেন? সেই ভোটে বিপুল ভাবে এগিয়ে জামায়াত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, ‘অভ্যুত্থানকারীদের নতুন দলের (যদি হয়)’ মধ্যে এ ভোটের আয়োজন করা হয়।

সেই জরিপে দেখা গেছে যে, গোটা বাংলাদেশে বেশি ভোট দিয়েছে জামায়াতকে, তারপর জনগণের আস্থা হিসেবে তারা ছাত্র আন্দোলনের নতুন রাজনীতির গড়া দলের নামেও অনেক ভোট দিয়েছে মানুষ। আর বিএনপিকে মানুষ ভোট দিয়েছে কম। আর আ.লীগকে ভোট দিয়েছে খুবই কম। তাদের জনপ্রিয়তা তলানীতে পোছাছে।

সেখানে আরও দেখা গেছে যে, ৫০ শতাংশ মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রেখেছেন। অন্যদিকে আওয়ামী লীগকে ১৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। আর জরিপে ২১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানেব রয়েছে বিএনপি। সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে কেমন ভোট পাবে- এমন প্রশ্নে দলটি পেয়েছে ১২ শতাংশ ভোট।

২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। এক পর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয়। তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ নামের অবরোধও দেয়। এক পর্যায়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সেই আন্দোলন চলাকালে সরকার আর পুলিশের মধ্যে ব্যাপক বিক্ষোভ হয়। তারপর ছাত্র-ছাত্রীদের হল ছাড়তে বাধ্য করা হয়। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে সরকার। গত ১৮ জুলাই সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন ও ব্যাপক ভাঙচুর হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। পরিস্থিতি সামাল দিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। এতকিছুর পরও কোন শিক্ষার্থীকে আটকানো যায়নি।

আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ছাত্র- জনতা গণভবন অভিমুখী যাওয়ার ঘোষণা দেয়। ওইদিন দুপুরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। পরে সাধারণ ছাত্র-জনতা অর্ন্তবর্তীকালীন ড. ইউনুসকে প্রধান করে অন্তবর্তী সরকার গঠন করে। এরপর তৎকালীন প্রধান বিচারপতি পদত্যাগ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে