ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

টান টান উত্তেজনায় অবিশ্বাস্যভাবে শেষ হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ৩১ ১৭:০৭:৪৭
টান টান উত্তেজনায় অবিশ্বাস্যভাবে শেষ হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল

চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মুমিনুলের ৮২ রান ও তাইজুলের ৫ উইকেট ছাড়া এই টেস্টে বলার মতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশের আর কেউ। প্রথম ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন ৮ জন ব্যাটসম্যান। বাংলাদেশ অলআউট হয়েছে ১৫৯ রানে। ফলাফল হিসেবে দক্ষিণ আফ্রিকা ইনিংস এবং ২৭৩ রানে জয় লাভ করে ২-০ তে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশকে।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে এক অঙ্কে আউট হওয়া ব্যাটসম্যানদের সংখ্যা একজন কমলেও তাতে কোন দলীয় সংগ্রহ বাড়েনি। ৪১৬ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪৩ রানে। ক্রিকেটারদের পারফরম্যান্স এমন থাকলে ধবলধোলাই না হয়ে উপায় কী!

সংক্ষিপ্ত স্কোরঃ

দঃ আফ্রিকা ১ম ইনিংসঃ ৫৭৫/৬ ডিঃ (ওভারঃ ১১০) (মার্করাম ৩৩, টনি ১৭৭, ট্রিসটান ১০৬, ডেভিড ৫৯, রায়ান ১২ কাইল ০, মুলডার ১০৩* সেনুরান ৬৮*)

বোলারঃ----হাসান মাহমুদ--১৬-৫৪-০, নাহিদ রানা--১৬-৪৭-১, তাইজুল ইসলাম--৪৩-১৫২-৫, মিরাজ--৩১-১৩৪-০, মমিনুল--৪-১৫-০

বাংলাদেশ ১ম ইনিংসঃ ১৫৯/১০ ওভারঃ ৪২.৪ (সাদমান ০, জয় ১০, জাকির ২, হাসান ৩, শান্ত ৯, মমিনুল ৮২, মুশফিকুর ০, মিরাজ ১, অঙ্কন ০, তাইজুল ২২* রানা ০*) বাংলাদেশ ৪২৪ রানে এখনো পিছিয়ে আছে।

বাংলাদেশ ২ম ইনিংসঃ ১৪৩/১০ ওভারঃ ৪৩.৪ (সাদমান ৬, জয় ১১, জাকির ৭, মমিনুল ০, শান্ত ৩৬, মুশফিকুর ২, মিরাজ ৬, অঙ্কন ২৯, তাইুজল ১, রানা ০, হাসান ৩৮*) বাংলাদেশ ২৭৪ রানে এখনো পিছিয়ে আছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে