ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গভর্নরের নামে ফেসবুক আইডি খুলে নানা তদবির-সুপারিশ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ সেপ্টেম্বর ২২ ২৩:২৫:০৮
গভর্নরের নামে ফেসবুক আইডি খুলে নানা তদবির-সুপারিশ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার ঘটনা সামনে এসেছে। এই আইডি ব্যবহার করে প্রতারকরা বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং তাদের কাছ থেকে তথ্য চেয়ে তদবির-সুপারিশ করছে।

কেন্দ্রীয় ব্যাংক এই প্রতারণার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে এবং জানিয়েছে, গভর্নর নিজে কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না। গভর্নরের নাম ব্যবহার করে খোলা আইডিগুলো ফেক এবং এর মাধ্যমে যাতে কেউ বিভ্রান্ত না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এই বিষয়ে নিশ্চিত করেছেন যে, গভর্নরের নাম ব্যবহার করে সৃষ্ট আইডি সম্পূর্ণ ভুয়া। সবার উচিত এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ