ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৭ বিভাগে প্রাণ গেল ১০ জনের, নতুন ভর্তি ৯৬৬

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ০২ ১৯:৫৫:৩০
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৭ বিভাগে প্রাণ গেল ১০ জনের, নতুন ভর্তি ৯৬৬

গেল ১ দিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা যায় এবং নতুন করে আরও ৯৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৪ জন, বরিশালে ৩ জন, এবং ঢাকা উত্তর সিটি, খুলনা ও ময়মনসিংহে একজন করে ৩ জন রয়েছেন।

নতুন ভর্তিকৃত ৯৬৬ রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৬৯ জন রয়েছেন। এছাড়া বরিশালে ১২৫ জন, চট্টগ্রামে ৭১ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৪০ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে ৫ জন এবং রংপুরে ২ জন ভর্তি হয়েছেন।

প্রতিদিনের মত রোগি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৯১ জন, ফলে চলতি বছরে মোট ৫৮ হাজার ৭২৯ জন সুস্থ হয়েছেন। এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৬৫ জন এবং মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩১০ জনে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে