ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

অনেক ভোটে এগিয়ে থেকেও সুইং স্টেটেই কপাল পুড়ছে কমলা হ্যারিসের

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ০৬ ১২:৫১:০১
অনেক ভোটে এগিয়ে থেকেও সুইং স্টেটেই কপাল পুড়ছে কমলা হ্যারিসের

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাসে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতি। অনেক ভোটে এগিয়ে থেকেও সুইং স্টেটেই কপাল পুড়ছে কমলা হ্যারিসের। ৪৭তম নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য উৎসব মুখর পরিবেশে আমেরিকার জনগণ ভোট দিয়েছে। অধিকাংশ এলাকায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। তবে কিছু কিছু এলাকায় এখন ভোট গ্রহন চলছে।

ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে চলছে কঠিন প্রতিদ্বন্দিতা। নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ আপডেট অনুযায়ী, ট্রাম্প ২৩০টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন, এবং হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট। এর মানে ট্রাম্প হোয়াইট হাউসের প্রবেশদ্বার থেকে মাত্র ৪০টি ইলেক্টোরাল ভোট দূরে, আর হ্যারিসের প্রয়োজন আরও ৬০টি ভোট।

ভোটের এই ব্যবধান আরও কমে আসার সম্ভাবনা থাকলেও সুইং স্টেটগুলোতে জয় নির্ধারণী হতে যাচ্ছে। ইতিমধ্যেই নর্থ ক্যারোলিনায় ট্রাম্প জয়ী হয়েছেন এবং পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনেও ট্রাম্প এগিয়ে আছেন, যেখানে যথাক্রমে ১৯, ১৫ ও ১০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অন্যদিকে, জর্জিয়ায় ১৬টি ভোটের জন্যও ট্রাম্প ভালোভাবেই প্রতিযোগিতা করছেন।

ভোটের এই অবস্থায় যদি ট্রাম্প এগিয়ে থাকা ৪টি সুইং স্টেটেই জিততে পারেন, তাহলে তার পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফলাফল অনুযায়ী যদি ট্রাম্প নতুন করে আবার হোয়াইট হাউজে বসে তাহলে হ্যারিসের স্বপ্ন চুরমার হবে। ১ম নারী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নও ভেঙ্গে যাবে।

যুক্তরাষ্ট্রের এনবিসির জরিপ বলছে যে, যুক্তরাষ্ট্রের ৫১ শতাংশ ভোটার অর্থনৈতিক নেতৃত্বের জন্য ট্রাম্পের ওপর আস্থা রেখেছেন, যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ। তবে সেই জরিপে আরও দেখা যায় যে ৭২ শতাংশ ভোটার বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট। বাইডেন প্রশাসনের চার বছরের শাসনকালে অর্থনৈতিক অবনতি, মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান সংকটের কারণে ডেমোক্র্যাটদের প্রতি জনগণের আস্থা কিছুটা কমে গেছে। এর ফলে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে অতীত প্রশাসনের ভুলের জন্য মূল্য দিতে হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে