ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

mn

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, দেখেনিন ফলাফল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ০৬ ১৬:৫৮:৩৪
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, দেখেনিন ফলাফল

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মোট ভোটের ২৭৭টি পেয়েছেন ট্রাম্প আর তার নিকটতম প্রার্থী কমলা হ্যারিস ২২৪টি পেছেয়েন। আর মোট ভোটের ৪১.৬৪% শতাংশ জনসমর্থন পেয়েছেন কমলা হ্যারিস আর ট্রাম্প পেয়েছেন ৫১.৪৯% শতাংশ। ইলেক্টোরাল এবং পপুলার দুই বিভাগে এগিয়ে থেকে বিপুল ভাবে জয়লাভ করে পুরনো জায়গায় ফিরে গেলেন ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে ঘোষণা করা হয়েছে। ইলেক্টোরাল ভোটের পাশাপাশি জনসাধারণের ভোটেও তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে অনেক এগিয়ে আছেন। নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে যে, ইলেক্টোরাল কলেজে ট্রাম্পের সংগ্রহ ২৬৬ ভোট, যেখানে কমলার সংগ্রহ ২১৯ ভোট। এছাড়া, পপুলার ভোটেও ট্রাম্প এগিয়ে রয়েছেন প্রায় ৫২ লাখের ব্যবধানে। আর মাত্র ৪ ভোট পেলে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে বসবেন ট্রাম্প।

মুলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ইলেক্টোরাল কলেজের ভোটের মাধ্যমে চূড়ান্ত হয়, যেখানে ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টি ভোট পেলে একজন প্রার্থী বিজয়ী হন। সেই তুলনায় ট্রাম্প আর অল্প ভোট পেলেই জয়ী হয়ে যাবে।

২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপরীতে ট্রাম্প ইলেক্টোরাল ভোটে জিতলেও পপুলার ভোটে পিছিয়ে ছিলেন। তবে এবার আর সেই ঝামেলায় যেতে হচ্ছে না ট্রাম্পকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

© All Rights Reserved 24newsbox 2013-2024. Developed by M M Online Media


রে