ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো আফগানিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর আপডেট

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ০৬ ২০:১৫:৫৫
বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো আফগানিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর আপডেট

আফগানিস্তানকে বেশি রান করতে দিলেন না মোস্তাফিজুর এবং তাসকিন আহমেদ। তাদের আগুন ঝড়া বোলিংয়ে মাত্র ২৩৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান ৪ টি করে উইকেট পান। এদিকে আফগানদের ইনিংসে মোহাম্মদ নবী আর অধিনায়ক শাহিদি ছাড়া আর কোন খেলোয়াড় বড় কোন ইনিংস করতে পারে নাই। নবী সর্বোচ্চ ৮৪ রান আর শাহিদি ৫২ রান করেন।

১৪তম ওভারে মোস্তাফিজকে মিড অন দিয়ে চার মেরে দলীয় সংগ্রহ ৫০ পূর্ণ করেন হাশমতউল্লাহ। ওয়ানডেতে বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচটি ডিসমিসালের কীর্তি মুশফিকুর রহিম ও খালেদ মাসুদের। মুশফিক এর মধ্যে দুবারই পাঁচটি ক্যাচ নিয়েছেন। ২০১৫ সালে ভারতের বিপক্ষে এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।

আজ এ পর্যন্ত আফগানিস্তানের ৪টি উইকেটের মধ্যে তিনটিতেই ক্যাচ নিয়েছেন মুশফিক। আরও তিনটি ডিসমিসাল করতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। সেদিকউল্লাহ আতালকে ফেরানোর দুই বল পরই আবারও উইকেট পেলেন মোস্তাফিজ। এবার শিকার আজমতউল্লাহ ওমরজাই।

ভালো লেংথ থেকে কাটার মেরেও বল তুলেছিলেন মোস্তাফিজ। আজমতউল্লাহ দ্বিধা নিয়ে ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন, সেটাই কাল হয়ে দাঁড়াল! বল তাঁর ব্যাটের কানা নিয়ে সোজা উইকেটকিপার মুশফিকের গ্লাভসে। নিজের প্রথম ওভারে রহমতকে ফেরানোর পর দ্বিতীয় ওভারে আরও দুটি উইকেট নিলেন মোস্তাফিজ। তাঁর সামনে রীতিমতো কাঁপছে আফগানিস্তান। ক্রিজে হাশমতউল্লাহর নতুন সঙ্গী গুলবদিন।

আফগানিস্তান ইনিংসঃ ২৩৫/১০ ওভারঃ ৪৯.৪ (গুরবাজ ৫, আতাল ২১, রহমত শাহ ২, শাহিদি ৫২, ওমরজাই ০, গুলবাদিন নাইব ২২, নবী ৮৪, রশীদ ১০, কারোট ২৭* গাজানফার ০, ফারুকী ০)

বোলারঃ----শরিফুল--৯.৪-৩২-১, তাসকিন--১০-৩৪-৪, মুস্তাফিজ--১০-৫৮-৪, মিরাজ--১০-৩০-০, রিশাদ--৮-৪৬-০, রিয়াদ--২-১১-০।

টার্গেটঃ ২৩৬ রান

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে