ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

অবশেষে পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ১২ ১৪:২৫:৪৪
অবশেষে পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

অবশেষে পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর মধ্যে বেশ উত্তেজনা বেড়েছে। ভারত সরকারের অনুমতি না থাকায়, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খেলতে মোটেও রাজি নয়। বরং বিসিসিআই ইতোমধ্যে পিসিবিকে জানিয়ে দিয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও তারা পাকিস্তানে খেলবে না। এর পরিপ্রেক্ষিতে, হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হলেও, পিসিবি প্রধান মহসিন নাকভি এই মডেলকে সমর্থন করছেন না।

এই পরিস্থিতিতে আইসিসি পিসিবির ওপর চাপ প্রয়োগ করছে যে, যেন তারা হাইব্রিড মডেলে খেলতে রাজি হয়। যদি পিসিবি এই মডেল মেনে না নেয়, তাহলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের পরিবর্তে সাউথ আফ্রিকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আইসিসি।

২০২৫ সালের এই আসরের প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট শুরু হয়ে ৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা রয়েছে। গ্রুপ এ-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড; গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে