ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সবাইকে কাদিয়েঁ মাত্র্র ২২ বছর বয়সে পরপারে চলে গেলেন জনপ্রিয় ফুটবলার

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ১৩ ০৯:০৭:০২
সবাইকে কাদিয়েঁ মাত্র্র ২২ বছর বয়সে পরপারে চলে গেলেন জনপ্রিয় ফুটবলার

লড়াইটা হবার কথা ছিল খেলোয়াড়ের সাথে, লড়াইটা হবার কথা ছিল ফুটবল মাঠে। যা লম্বা সময় ধরেই করে আসছিলেন মার্কো আঙ্গুলো। বিধি বাম কিন্তু গত ৪ সপ্তাহ ধরে ইকুয়েডরের ডিফেন্সিভ মিডফিল্ডার লড়াই করছিলেন মৃত্যুর সঙ্গে।

প্রাণপণ চেষ্টা করার পর শেষ পর্যন্ত লড়াইয়ে হারই মানতে হলো আঙ্গুলোকে। তাই ক্যারিয়ার গড়ার সময় পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো তাকে। কারণ সবে যে ২২ বছরে পা দিয়েছিলেন তিনি। মার্কো আঙ্গুলোর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার ক্লাব এলডিইউ কুইতো। সেখানে লিখেছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় খেলোয়াড় মার্কো আঙ্গুলো মারা গেছেন। তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’

গত ৭ অক্টোবর সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন আঙ্গুলো। তার সঙ্গে আরও দুজন আহত হন। তার পর থেকেই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মার্কো আঙ্গুলো।

শেষ পর্যন্ত ৩৫তম দিনে এসে লড়াইয়ে হারই মানলেন মার্কো আঙ্গুলো। অন্য দুজনের অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি। ২০২০ সালে ইকুয়েডরের ইন্দিপেন্দেন্তে জুনিয়র্সরে হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন আঙ্গুলো। এরপর মেজর লিগ সকারের ক্লাব এফসি সিনসিনাটিতে যোগ দেন তিনি। এ বছর ধারে কুইতোতে যোগ দিয়েছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে