ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ইমরুল কায়েস যেকারণে হতাশ, যা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ১৬ ১০:১৭:৫৭
ইমরুল কায়েস যেকারণে হতাশ, যা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন

ইমরুল কায়েস তার ক্রিকেট ক্যারিয়ারে লর্ডস অনার্স বোর্ডে নাম তুলতে না পারার জন্য আফসোস করেছেন। ২০১০ সালে লর্ডসে টেস্ট ম্যাচে ৭৫ রানের ইনিংস খেললেও শতকে পরিণত করতে না পারায় তিনি হতাশ। ইমরুল বলেন, "তখন এটার গুরুত্ব বুঝিনি, কিন্তু তামিম ইকবালের নাম অনার্স বোর্ডে দেখে বুঝেছি, আমি কী মিস করেছি।"

বাংলাদেশ জাতীয় দলে ওপেনার হিসেবে ইমরুল ও তামিমের জুটি ইতিহাসে অন্যতম সফল। তারা টেস্টে ৫৩ ইনিংসে ২৩৩৬ রান যোগ করেছেন, যা বাংলাদেশি কোনো উদ্বোধনী জুটির সর্বোচ্চ রান। তাদের গড় ৪৫.৮০।

ইমরুল ৩৯টি টেস্টে ১৭৯৭ রান সংগ্রহ করেন, কিন্তু শেষবার টেস্ট খেলেন ২০১৯ সালে। তিনি ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া ন্যাশনাল ক্রিকেট লিগে খুলনার হয়ে খেলতে নেমে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেবেন।

নিজের বাদ পড়া নিয়ে ইমরুল বলেন, "আমার মনে হয়, আরও অনেক কিছু দেওয়ার ছিল। কিন্তু যখন ভালো খেলছিলাম, তখনও দল থেকে বাদ পড়েছি।"

ইমরুল ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং অস্ট্রেলিয়ায় লেভেল ৩ কোচিং কোর্স করার পরিকল্পনার কথা জানান। তিনি আশা করছেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে কোচ হিসেবে অবদান রাখতে পারবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে