ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দুর্দান্ত বল করে গায়ানা আমাজনকে জেতালেন তানজিম সাকিব, দেখেনিন যত উইকেট পেলেন তিনি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ২৭ ১৩:২৫:০০
দুর্দান্ত বল করে গায়ানা আমাজনকে জেতালেন তানজিম সাকিব, দেখেনিন যত উইকেট পেলেন তিনি

শুরু হয়েছে গ্লোবাল সুপার লিগের ২০২৪ আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবং লাহোর কালান্দার্স। টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচে গায়ানা তুলে নেয় ৬ উইকেটের দাপুটে জয়। বোলিংয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব, যিনি প্রথম ম্যাচেই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন।

গায়ানার হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই তানজিম সাকিব করেন দুর্দান্ত বোলিং। তার ৩.২ ওভারের স্পেলে খরচ হয় মাত্র ২০ রান, আর সেই সঙ্গে শিকার করেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তার নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বিপক্ষ ব্যাটাররা চাপে পড়ে যায়। সাকিবের এমন পারফরম্যান্সে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

টস হেরে আগে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্সের শুরুটা ছিল হতাশাজনক। সাকিবের পাশাপাশি ডোয়াইন প্রিটোরিয়াস এবং হাসান খান মিলে লাহোরের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। প্রিটোরিয়াস ৪ উইকেট তুলে নেন, আর হাসান খান নেন ২টি উইকেট। ফলস্বরূপ, লাহোরের ইনিংস থামে মাত্র ১২৫ রানে, যা প্রতিযোগিতামূলক কোনো স্কোর নয়।

১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার ব্যাটাররা আত্মবিশ্বাসী শুরু করেন। নিয়মিত রান তুলে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। মাত্র ১৩ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে গায়ানা, তুলে নেয় টুর্নামেন্টের প্রথম জয়।

সাকিবের বোলিং: ৩.২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট

প্রিটোরিয়াসের বিধ্বংসী স্পেল: ৪ উইকেট

লাহোরের স্কোর: ১২৫ (১৮.৫ ওভার)

গায়ানার রান তাড়া: ১২৬ রান (১৮.৫ ওভার)

গায়ানার জয়: ৬ উইকেটে

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয়ের মাধ্যমে গ্লোবাল সুপার লিগে দারুণ শুরু করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। বিশেষ করে তানজিম সাকিবের পারফরম্যান্স পুরো ম্যাচেই আলাদা করে নজর কেড়েছে। তার এ পারফরম্যান্স শুধু দলের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্যও ছিল গর্বের।

এবারের টুর্নামেন্টে গায়ানার সাফল্যের ধারা বজায় রাখতে সাকিবের এমন পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস পুরো দলকে শক্তি যোগাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে