ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ফিফা দ্য বেস্ট ২০২৪: বর্ষসেরার তালিকা প্রকাশ, দেখেনিন মেসি, রদ্রি ও ভিনিসিয়ুসের অবস্থান

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ২৯ ১১:৩৯:০৮
ফিফা দ্য বেস্ট ২০২৪: বর্ষসেরার তালিকা প্রকাশ, দেখেনিন মেসি, রদ্রি ও ভিনিসিয়ুসের অবস্থান

ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে জায়গা করে নিয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তবে এই প্রতিযোগিতায় এবার তাঁর সঙ্গে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। সম্প্রতি ফিফা ঘোষণা করেছে তাদের বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’-এর ২০২৪ সালের মনোনীতদের তালিকা।

বর্ষসেরা খেলোয়াড়ের মনোনীত তালিকা২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ১১ জন খেলোয়াড়। তারা হলেন:

জুড বেলিংহাম

কিলিয়ান এমবাপ্পে

ভিনিসিয়ুস জুনিয়র

দানি কারভাহাল

আর্লিং হলান্ড

টনি ক্রুস

রদ্রি

লিওনেল মেসি

ফেদেরিকো ভালভের্দে

ফ্লোরিয়ান রিৎজ

লামিনে ইয়ামাল

এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি, রানার্সআপ ভিনিসিয়ুস ও তৃতীয় স্থান অধিকারী বেলিংহাম এ তালিকায় যুক্ত থাকলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি। কারণ, ব্যালন ডি’অরের সেরা ৩০ জনের তালিকায় জায়গা না পেলেও ‘দ্য বেস্ট’-এর তালিকায় তিনি স্থান পেয়েছেন।

মেসির অন্তর্ভুক্তি নিয়ে ফিফার ব্যাখ্যা

মেসির অন্তর্ভুক্তি নিয়ে ফিফা তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, ৩৭ বছর বয়সেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে তাঁর ভূমিকা ছিল অসাধারণ। মেসির অনুপ্রেরণায় ইন্টার মায়ামি ২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড জিতেছে। আর্জেন্টিনার নেতৃত্বে তিনি দেশকে কোপা আমেরিকার শিরোপা উপহার দিয়েছেন এবং বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার অঞ্চলে সর্বোচ্চ ৬ গোল করেছেন।

‘দ্য বেস্ট’ পুরস্কারের আরও বিভাগ

ফিফা শুধু সেরা খেলোয়াড় নয়, আরও ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে:

বর্ষসেরা কোচ

বর্ষসেরা গোলকিপার

বর্ষসেরা একাদশ

বর্ষসেরা গোল

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড

ভক্ত-সমর্থকদের জন্য রয়েছে ভোট দেওয়ার সুযোগ। সেরা খেলোয়াড়, কোচ ও গোলকিপার নির্বাচন প্রক্রিয়ায় সমর্থকদের ভোটের হার হবে ২৫%, বাকি ৭৫% ভোট দেবেন ফিফার সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। তবে সেরা গোল ও সেরা একাদশের ক্ষেত্রে সমর্থকদের ভোটের হার হবে ৫০%।

ভোট দেওয়ার সুযোগ ও সময়সীমা

ভক্তরা ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

এবার মেসি কি পারবেন চতুর্থবারের মতো জিততে?

ফিফার বর্ষসেরা পুরস্কারে এবার ৯ম বারের মতো মনোনীত হয়েছেন লিওনেল মেসি। এর আগে তিনি তিনবার দ্য বেস্ট জিতেছেন, যার মধ্যে রয়েছে গত দুই বছরের টানা জয়। এবারও তিনি ফেভারিটদের তালিকায়। তবে প্রতিদ্বন্দ্বিতা সহজ হবে না, কারণ রদ্রি, ভিনিসিয়ুস ও বেলিংহাম তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় রয়েছেন।

ফুটবল ভক্তরা এখন অপেক্ষা করছেন, দ্য বেস্ট ২০২৪-এর মঞ্চে কে হয় সেরাদের সেরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে