ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ক্রিকেট মাঠে ম*র্মা*ন্তি*ক ঘটনা: বাউন্ডারি হাঁকানোর পর মারা গেলেন ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ২৯ ১৮:৫৪:২৬
ক্রিকেট মাঠে ম*র্মা*ন্তি*ক ঘটনা: বাউন্ডারি হাঁকানোর পর মারা গেলেন ক্রিকেটার

খেলার মাঠে মৃত্যু কোনো নতুন ঘটনা নয়, তবে প্রতিবারই এমন একটি দুর্ঘটনা ক্রীড়া জগৎকে গভীর শোকে ভাসিয়ে দেয়। ভারতীয় ক্রিকেটার ইমরান প্যাটেলের ক্ষেত্রে ঠিক তেমনই ঘটেছে। মাত্র ৩৫ বছর বয়সে, দুর্দান্ত একটি ইনিংসের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

পুণের এএস ট্রফির একটি টি-টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ। মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে লাকি বিল্ডার্সের অধিনায়ক হিসেবে খেলছিলেন ইমরান।

টস হেরে ব্যাট করতে নেমে ইমরান শুরু থেকেই ছিলেন ছন্দে। মাত্র ১৮ বলে ২২ রান করেছিলেন তিনি, যেখানে টানা দুইটি চারের মার দিয়ে দলকে সামনে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু এরপরই ঘটে বিপর্যয়। মাঠেই হঠাৎ শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। হাতে এবং বুকে ব্যথা হওয়ায় আম্পায়ারের কাছে মাঠ ছাড়ার অনুমতি চান।

মাঠ ছাড়ার পথে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন ইমরান। সতীর্থরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা জানান, ততক্ষণে সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ইমরানের মৃত্যু হয়েছে আকস্মিক হৃদরোগে। তবে তার পরিবারের দাবি, তার আগে থেকে কোনো শারীরিক সমস্যা ছিল না। এই ঘটনা তার সতীর্থ, পরিবার এবং পুরো ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে।

ইমরানের মৃত্যুর খবর জানার পর থেকে তার সতীর্থ এবং প্রতিপক্ষের খেলোয়াড়েরা গভীর শোক প্রকাশ করেছেন। ইমরানের একজন ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ নাসের খান বলেন, "ইমরান শারীরিকভাবে সবসময় ফিট ছিল। তার কোনো অসুস্থতা ছিল না। কীভাবে এমন হলো, তা আমরা এখনও বুঝতে পারছি না।"

ইমরান প্যাটেল তার স্ত্রী ও তিন কন্যাকে রেখে গেছেন। চার মাস আগেই তার তৃতীয় কন্যার জন্ম হয়। পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। ক্রিকেট খেলার পাশাপাশি একটি ছোট ব্যবসা পরিচালনা করতেন ইমরান। তার মৃত্যুতে তার পরিবার চরম সংকটে পড়েছে।

ইমরানের আকস্মিক মৃত্যু ক্রীড়া বিশ্বকে আবারও মনে করিয়ে দিলো খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ। মাঠে জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করলেও, এমন হৃদয়বিদারক ঘটনা তার পরিবার ও ভক্তদের জন্য চিরস্থায়ী ক্ষত তৈরি করে।

ইমরান প্যাটেলের স্মৃতি তার সতীর্থ, পরিবার এবং ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবে। মাঠে বাউন্ডারি হাঁকানোর মুহূর্তে যে উচ্ছ্বাস সৃষ্টি করেছিলেন, সেটিই হয়তো তার জীবনের শেষ আনন্দময় স্মৃতি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে