সদ্য সংবাদ
ফিফপ্রোর বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, দেখেনিন রোনালদো ও মেসির অবস্থান
যুগ বদলেছে, বয়স বেড়েছে, তবে ফুটবলপ্রেমীদের হৃদয়ে এবং বৈশ্বিক স্বীকৃতির মঞ্চে তাঁদের প্রভাব অটুট। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের মঞ্চ ছেড়ে গেছেন বেশ কিছুদিন হলো। তবুও, বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ আসরে তাঁদের প্রভাব এতটুকুও কমেনি। তারই প্রমাণ, ফিফপ্রো ২০২৪ সালের বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় এই দুই কিংবদন্তির অন্তর্ভুক্তি।
২৬ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ইউরোপের বাইরে থেকে জায়গা করে নেওয়া একমাত্র ফুটবলার মেসি ও রোনালদো। এটি শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রমাণ করে যে, বিশ্বমঞ্চে তাঁদের অসামান্য উপস্থিতি এখনও কতটা শক্তিশালী।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন। আর রোনালদো ২০২২ সালের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল নাসরে পাড়ি জমান। অনেকেই ভেবেছিলেন, ইউরোপ ছাড়ার পর এই দুই তারকার নাম হয়তো আর ফুটবলের বড় তালিকাগুলোতে দেখা যাবে না। কিন্তু সেই ধারণা একেবারে ভুল প্রমাণ করেছেন তাঁরা।
কয়েকদিন আগেই মেসি ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান। এবার ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রো বর্ষসেরা একাদশেও স্থান করে নিলেন মেসি ও রোনালদো।
ফিফপ্রোর বর্ষসেরা একাদশ নির্ধারণ হয় ফুটবলারদের সরাসরি ভোটে। এই তালিকায় মেসি সর্বোচ্চ ১৭ বার জায়গা পেয়েছেন, যা একটি রেকর্ড। ২০০৭ সাল থেকে একবারও এই তালিকা থেকে বাদ পড়েননি তিনি। রোনালদোও ১৫ বার বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন। তবে ২০২২ ও ২০২৩ সালে তালিকা থেকে বাদ পড়ায় মেসির থেকে একটু পিছিয়ে আছেন তিনি।
ফিফপ্রোর সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। মোট ১১ জন খেলোয়াড় তালিকায় জায়গা পেয়েছেন, যাদের মধ্যে ম্যানচেস্টার সিটির সাতজন। তবে চমকপ্রদভাবে তালিকায় নাম নেই লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর।
লা লিগা থেকেও দারুণভাবে প্রতিনিধিত্ব রয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে আটজন খেলোয়াড় তালিকায় স্থান পেয়েছেন। এদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও লুকা মদ্রিচের মতো তারকারা উল্লেখযোগ্য।
সংক্ষিপ্ত তালিকায় যাঁরা
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা), ম্যানুয়াল নয়্যার (বায়ার্ন মিউনিখ)।
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), রুবেন দিয়াজ (ম্যান সিটি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), জেরেমি ফ্রিমপং (বায়ার লেভারকুজেন), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), কাইল ওয়াকার (ম্যান সিটি)।
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনা (ম্যান সিটি), ফিল ফোডেন (ম্যান সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), রদ্রি (ম্যান সিটি), ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ)।
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যান সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), কোল পালমার (চেলসি), ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
বয়স, সময় কিংবা ভৌগোলিক অবস্থান মেসি-রোনালদোর ফুটবল প্রতিভাকে থামাতে পারেনি। সংক্ষিপ্ত তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি প্রমাণ করে যে, ফুটবলে তাঁদের প্রভাব অমলিন। বিশ্বমঞ্চে নিজেদের চিরন্তন জায়গা ধরে রাখার এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই বিশ্বাস তাঁদের ভক্তদের।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডে আসছে পরিবর্তন, বাদ পড়ছেন যে ক্রিকেটার
- বিপিএল-এ ফিক্সিংয়ের সন্দেহ: বিসিবি রিপোর্টে উঠে সন্দেহভাজন ১০ ক্রিকেটারের নাম
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আসলো নতুন ঘোষণা
- আরব আমিরাতের ভিসা প্রত্যাশীদের জন্য আসলো বিশাল সুখবর
- সৌদি রিয়াল রেটের বিশাল লম্বা লাফ, জেনেনিন আজকের রেট কত
- বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আসছে পরিবর্তন
- সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হলেন বাংলাদেশের তারকা পেসার তানজিম সাকিব
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি: নতুন তথ্য প্রকাশ
- লাস্ট ওয়ার্নিং পেলেন মিজানুর রহমান আজহারী
- ঢাকার অবস্থা খুবই খারাপ
- অবস্থা ভয়াবহ খারাপ: ব্যাপক সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
- ব্রেকিং নিউজ: বিসিবির প্রধান নির্বাচকের পদত্যাগ
- ১২ রান করে তিন বিদেশিরাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড যত টাকা নিলেন
- জামাতের সভাপতি, আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপির বিশাল হার