ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সেনা প্রধান ওয়াকার-উজ-জামানের নতুন ঘোষণা, সারা দেশে আলোচনার ঝড়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ০৩ ১৯:১৩:৩৮
সেনা প্রধান ওয়াকার-উজ-জামানের নতুন ঘোষণা, সারা দেশে আলোচনার ঝড়

সামরিক শৃঙ্খলা, দেশপ্রেম এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৫৯তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই বার্তা দেন।

কুচকাওয়াজে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "সেনাবাহিনীতে শৃঙ্খলা হলো সফলতার মূল চাবিকাঠি। ভবিষ্যতে সেনাবাহিনীর নেতৃত্বের ভার আপনাদের হাতে থাকবে। তাই যেকোনো সিদ্ধান্ত নিতে নিজের বিবেক এবং দেশপ্রেমের কাছে দায়বদ্ধ থাকতে হবে।"

তিনি আরও বলেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি সেনাসদস্যের প্রধান দায়িত্ব। কঠোর অনুশীলন ও আত্মনিবেদনই আপনাদের সত্যিকারের নেতৃত্ব গড়ে তুলবে।

সকালে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, এবং বিএমএর কমান্ড্যান্ট।

কুচকাওয়াজের শুরুতে নবীন ক্যাডেটদের প্যারেড অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান। এরপর প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এই বছরের কুচকাওয়াজে সব বিষয়ে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাতকে সোর্ড অব অনার প্রদান করা হয়।

এই কুচকাওয়াজের মাধ্যমে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স থেকে ২১৩ জন অফিসার ক্যাডেট এবং ৫৯তম বিএমএ স্পেশাল কোর্স থেকে ১৪ জন অফিসার ক্যাডেট ও চারজন ট্রেইনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ২০৭ জন পুরুষ ও ২৪ জন নারী কর্মকর্তা রয়েছেন।

দীর্ঘ তিন বছরের শারীরিক, মানসিক ও সামরিক প্রশিক্ষণের পর নবীন কর্মকর্তারা তাদের নতুন দায়িত্ব নিতে প্রস্তুত। এই প্রশিক্ষণ তাদের মধ্যে নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ জাগ্রত করেছে।

রাষ্ট্রপতি কুচকাওয়াজের এই অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে নবীন সেনা কর্মকর্তাদের যাত্রা শুরু হলো। তারা এখন দেশের স্বাধীনতা রক্ষায় ও সামরিক সাফল্যে নিজেদের আত্মনিবেদন করবে। সেনাপ্রধান তাদের এই যাত্রাকে "দেশের ভবিষ্যৎ নিরাপত্তার মাইলফলক" হিসেবে আখ্যা দেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আমিই সবার সেরা: রোনালদো

আমিই সবার সেরা: রোনালদো

বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা (GOAT) দাবি করলেও, শরীরী ভাষা বিশ্লেষক ড্যারেন স্ট্যানটনের মতে, তার... বিস্তারিত



রে